অনলাইন ডেক্স: চট্টগ্রামের পটিয়া প্রেসক্লাবের উদ্যোগে উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার হকারদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ইফতারসামগ্রী বিতরণের আগে প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এস কে এম. নূর হাসান। সভায় বক্তব্য রাখেন— যুগ্ম আহ্বায়ক মাস্টার এটিএম তাহা,সদস্য সচিব আহমদ উল্লাহ, সদস্যবৃন্দ শফিউল আজম, রবিউল আলম ছোটন, তাপস আকাশ, কাউছার আলম, ওবাইদুল হক পিপলু, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পটিয়া হকার সমিতির সভাপতি আছহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুল আলম।
সভায় বক্তারা রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তারা জানান, প্রেসক্লাব ও সাংবাদিকদের সম্মান ও মর্যাদা রক্ষায় এডহক কমিটি নিরলসভাবে কাজ করবে।